মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রোজ বলেছেন, চীনের প্রাণঘাতি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি এটি উত্তর আমেরিকার চাকরির বাজার দ্রুত ফেরাবে।’ ফক্স বিজনেস নিউজে উইলবারের কাছে জানতে চাওয়া হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলবে কিনা। জবাবে তিনি বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক, অতি সংক্রামক রোগটির ওপর দিয়ে বিজয় নিয়ে আমি কিছু বলতে চাই না। বিষয়টি হচ্ছে, যখন সরবরাহ চেইনের পুর্নবিবেচনার বিষয়টি আসে তখন এটি অন্যভাবে ব্যবসার সুযোগ করে দেয়। তাই আমি মনে করি এটি উত্তর আমেরিকায় চাকরি ফিরিয়ে দেওয়াকে দ্রুততর করবে।’ চীনে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। অনেক দেশই ইতোমধ্যে তাদের নাগরিকদের চীন থেকে ফিরিয়ে আনা শুরু করেছে। প্রাণঘাতি এই ভাইরাসটির কারণে দেশটির ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ছে। ফক্স বিজনেস নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।