মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন-ইসরাইল নিয়ে যে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করেছেন তার বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের ১৩৩ জন সদস্য। ফিলিস্তিনের মাআ সংবাদ সংস্থা জানিয়েছে, ওই বিবৃতিতে তথাকথিত শতাব্দী চুক্তি প্রত্যাখ্যান করার জন্য পার্লামেন্ট সদস্যরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহবান জানিয়েছেন। মার্কিন ওই শতাব্দি চুক্তিকে ফিলিস্তিনি জাতির অধিকার এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি মারাত্মক আঘাত বলে উল্লেখ করেছেন বিবৃতিতে স্বাক্ষরকারী এমপিরা। রয়টার্স এ খবর জানায়। অপরদিকে, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফিন ডুজারিক বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ এবং প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের সমাধানের ভিত্তিতে দুদেশের মধ্যে বছরের পর বছর ধরে চলা সঙ্কট নিরসনে জাতিসংঘের অবস্থান নির্ধারণ করা হয়েছে। মিডল ইস্ট মনিটরের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক আইন, দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘের দেয়া সমাধানের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার চলমান সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ। দুই দেশের নাগরিকরা যাতে শান্তিতে এবং নিরপদে বসবাস করতে পারে তাই সীমানা নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামত, দ‚রদর্শিতা এবং ১৯৬৭ সালের প‚র্ববর্তী সীমারেখা অনুসরণ করা হবে। এই সমস্যা সমাধানে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত উপেক্ষা করে নিজস্ব দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ঘোষিত শান্তি চুক্তিতে জেরুজালেমের সম্পূর্ণ সার্বভৌমত্ব ইসরায়েলকে দেয়া ছাড়াও সীমানা নির্ধারণে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখা অনুসরণ করা হয়নি। এই প্রস্তাবকে ‘ষড়যন্ত্র’ বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনসহ আরব বিশ্বসহ অনেক দেশের নেতারা। এ ছাড়াও ট্রাম্প প্রস্তাবিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে ডিল অব শেইম, একপাক্ষিক এবং আক্রমণাত্মক বলে অভিহিত করেছেন। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।