বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের শার্শায় তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষন চেষ্টা মামলায় লিয়াকত আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে শুক্রুবার রাতে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামে। আটক শিক্ষক লিয়াকত আলী বেনেখড়ি গ্রামের মৃত ইউছুপ মোড়লের ছেলে।। নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলাটি করে। মামলা নং ২২।
পুলিশ সুত্রে জানা গেছে, গত বৃহষ্পতিবার শার্শার বেনেখড়ি ফোরকানীয় মাদ্রাসার শিক্ষক ক্বারী লিয়াকত আলীর বিরুদ্ধে এক ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষন চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে শার্শা থানায় একটি মামলা করে। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার রাতে শিক্ষক লিয়াকত আলীকে আটক করে।
ছাত্রীর মা বলেন, গত ৩০ জানুয়ারী বুধবার তার মেয়েকে মাদ্রাসায় আটকে রেখে মাদ্রাসার শিক্ষক লিয়াকত আলী তাকে জোর পূর্বক ধর্ষন করতে গেলে তার চিৎকারে পাশবর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় পালিয়ে শিক্ষক লিয়াকত আলী। পরে ঘটনাটি সে তার মেয়ের মুখে শুনে শিক্ষক লিয়াকত আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে ছাত্রীর মা।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, শিক্ষক লিয়াকত আলীর বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। আটক আটককৃতকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তারিখ-০১.০২.২০২০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।