পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার দুটি (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার রাত ১২ টা থেকে ২৪ ঘণ্টার জন্য ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। আজ শনিবার রাত ১২টা পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ঘোষণা দিয়েছে।
নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনের কারণে বিআইডবিøউটিএর সিদ্ধান্ত অনুসারে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
নৌযান মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ঢাকা নদীবন্দরের কার্য নির্বাহী কমিটির সদস্য ও গাজী লঞ্চের মালিক বাবু গাজী বলেন, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের নির্দেশে আমাদের সমিতির পক্ষ থেকে নৌযান চলাচল বন্ধ রাখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।