Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে একই বস্তিতে ফের আগুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে নগরীর শুলকবহর ও মির্জাপুলের মাঝামাঝি ডেকোরেশন গলির বস্তি। গতকাল শুক্রবার আগুনে পুড়ে ছাই হয়েছে ৬০টি বসতঘর। এর আগে গত ২৪ জানুয়ারি এক ভয়াবহ অগ্নিকান্ডে বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, সকাল ১০টার পরে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নগরীর চারটি ইউনিট থেকে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি সেখানে ছুটে যায়। টানা সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ৬০টি ঘর, সে সাথে ঘরে থাকা মালামাল। এসময় আহত একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যাবে বলে জানান কর্মকর্তারা। এদিকে বিকেলে নগরীর পাঁচলাইশ থানার রূপনগর কমিউনিটি সেন্টারের পাশে একটি নয় তলা ভবনের ছয় তলার রান্না ঘরে আগুন লাগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ