Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সিনেমায় বাপ্পারাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

সর্বশেষ পোড়ামন-২ সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। এরপর আর কোনো সিনেমায় অভিনয় করেননি। প্রায় দুই বছর পর আবারও নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। সিনেমাটির নাম সিক্রেট এজেন্ট। পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। একসময় নায়ক হিসেবে অভিনয় করলেও সময়ের বিবর্তনে চরিত্রাভিনেতা হিসেবে অীভনয় করছেন তিনি। এ সিনেমায়ও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, আমি সিনেমাটিতে পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছি। তাও অতিথি চরিত্রে। এটাই প্রথমবার। এর গল্পটা দানণি। অ্যাকশন, থ্রিলার মিলিয়ে চমৎকার একটি সিনেমা হবে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ