Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের কারণে বাণিজ্য মেলা আজ ও কাল বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১০:২৭ এএম

সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুক্রবার ও কাল শনিবার বন্ধ থাকবে। এর আগে, ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মেলা বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)।


নির্দেশনায় বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন (আজ শুক্রবার) ও ভোটগ্রহণের দিন (শনিবার) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশনা দেওয়া হয়। বাণিজ্য মেলা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি নির্বাচন

১ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ