Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরের দ্রুততম মানব ফারুক, মানবী শারমিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ১০০ মিটার দৌড়ে ওমর ফারুক দ্রুততম মানব ও মহিলা বিভাগে শারমিন আক্তার দ্রুততম মানবী হয়েছেন। পুরুষ বিভাগে তরুণ কুমার মালি দ্বিতীয় ও তিলক রায় তৃতীয় হয়েছেন। এছাড়া মহিলা বিভাগে সাজেদা আক্তার দ্বিতীয় ও খোদেজা আক্তার হয়েছেন তৃতীয়। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে গতকাল শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে (বন্দর স্টেডিয়াম) প্রতিযোগিতার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা, চবক ক্রীড়া সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দরের সচিব ও চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪৪ জন মহিলাসহ ১৮২ জন অ্যাথলেট অংশ নেন। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবী শারমিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ