পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে মহাপরিচালক নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রায় দশ বছর মহাপরিচালকের দায়িত্ব পালন করা সামীম মোহাম্মদ আফজালের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ ডিসেম্বর। এর আগে দফায় দফায় তার নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল।
ওই দিনই ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ ডিজি নিয়োগ দেয়া হয়েছিল। দায়িত্ব পালনকালে সামীম আফজালের বিরুদ্ধে নানা দুর্নীতিসহ প্রায় ৯ শত কোটি টাকা নয় ছয় করার অভিযোগ উঠেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।