রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মাওলানা মো. বরকত উল্লাহ বিন আজাদী। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কাসেম মজুমদার। এ ইমাম নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের মাওলানা মো. মফিজ উদ্দিন আজাদীর ছেলে।
ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে মসজিদের ইমামগণকে বিভিন্ন বিষয়ের উপর তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে ২০১৮-১৯ অর্থ বছরে ১ জুলাই ২০১৮ হতে ১৪ আগস্ট ২০১৮ পর্যন্ত ৯৪৩ তম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ১০৫ জন ইমাম ৪৫ দিনের নিয়মিত প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় মাওলানা মো. বরকত উল্লাহ বিন আজাদীকে নরসিংদী জেলা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে ঘোষণা করেন। তিনি পলাশ উপজেলাধীন ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর নুরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।