মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো বিশ্ববাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য জরুরি কর্মস‚চি বিষয়ক প্রধান ড. মাইক রায়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে চীনা পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, বিষয়টা খুব চ্যালেঞ্জের হলেও বেইজিং দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে। করোনা ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে হলেও ক্রমেই তা ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। চীনের বাইরে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাইওয়ান, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামেও এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করা হবে কিনা, তা নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসবে বিশ্ব স্ব্স্থ্যা সংস্থা। এখন পর্যন্ত ১৩২ জন এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার। এখন পর্যন্ত এই রোগের সুনির্দিষ্ট চিকিৎসা বা টিকা আবিষ্কার না হলেও মানুষ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।