মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সেদেশে পাশতুন তাহাফোজ মুভমেন্টের একজন নেতাকে গ্রেফতারের ব্যাপারে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গণির বক্তব্যের সমালোচনা করে একে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চাই কিন্তু আফগান প্রেসিডেন্টের হস্তক্ষেপম‚লক বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এক টুইটবার্তায় পাকিস্তানের পুলিশের হাতে আটক ‘পাশতুন তাহাফোজ মুভমেন্ট’ নেতা মঞ্জুর আহমদ পাশতিন ও আরো ছয়কর্মী গ্রেফতার হওয়ার পর তাদের দ্রæত মুক্তির আহŸান জানিয়েছেন। এরপরই পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে সেদেশের সরকার ও সংবিধানকে অবমাননা করার কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাখতুনখ’ প্রদেশের দক্ষিণে বানু শহরে ‘পাশতুন তাহাফোজ মুভমেন্ট’ এর সমাবেশ অনুষ্ঠিত হয়। এভাবে তাদের দাবি দাওয়া বিশ্বের কাছে তুলে ধরার জন্য গত কয়েক বছর ধরে তারা চেষ্টা চালিয়ে আসছে। এই আন্দোলনের শীর্ষ নেতারা তাদের দাবিদাওয়া আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে গিয়ে পাকিস্তান সরকারকে নিয়েও কথা বলায় অর্থাৎ সমালোচনা করায় এই সংগঠনের নেতাকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।