Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে পিস্তলসহ ৪ মোটরসাইকেল চোর গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২০, ৪:৫৭ পিএম

নগরীতে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে নগরীর স্টেশন রোডসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, এরা মূলত মোটরসাইকেল চোরচক্রের সদস্য। কৌশলে মোটরসাইকেল চুরি করে জেলার বাইরে বিভিন্ন এলাকায় নিতে তারা তা বিক্রি করে আসছে।
নির্দিষ্ট মোটরসাইকেল চুরি করার ব্যাপারে সিদ্ধান্ত পৌঁছানোর পর ঐ মোটর সাইকেলটি কৌশলে তালা ভেঙ্গে চুরি করে। যদি কোনো মোটরসাইকেল চুরি করিতে বাধার সম্মুখীন হয় তাহলে তারা তাদের সাথে থাকা পিস্তল ও ছোরার ভয় দেখিয়ে তড়িৎ গতিতে পালিয়ে যায়।
চুরি করার পর মোটরসাইকেল বিক্রির জন্য কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায়। এ প্রক্রিয়ায় তারা দীর্ঘদিন যাবত নগরীতে মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।
গ্রেফতারকৃতরা হলো- সাজ্জাদ হোসেন ওরফে রাজু (২৫) মোঃ ওসমান গনি ওরফে ডালিম (২৪), মোজাম্মেল হক মজনু (৩০) ও মোঃ শাকিউল বশর মিনহাজ (৩৩)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ