পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুরের শ্রীপুরে লাউ শাক দেয়ার কথা বলে ঘরে আটকে রেখে এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নির্যাতিতার পিতা করিম হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছে। ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও পুলিশ ধর্ষককে এখনও গ্রেফতার করতে পারেনি। নির্যাতনের শিকার কিশোরীকে মুমূর্ষু অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, চাওবন গ্রামের করিম হোসেনের মেয়েকে (১৪) একই এলাকার সুলতানের পুত্র মো. আক্তার হোসেন (৩৫) লাউ শাক দেয়ার কথা বলে বাড়িতে নিয়ে গামছা দিয়ে মুখ ও রশি দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। পরে ওই কিশোরীকে ধারালো অস্ত্র দেখিয়ে কাউকে জানালে হত্যার ভয় দেখায়। কিশোরীর চিৎকার শুনে তার মা হামিদা বেগম গিয়ে হাত-মুখ বাধা অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।