পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের ৩টি বড় প্রকল্পে কর্মরত প্রায় সাড়ে ৩ হাজার চীনা নাগরিকদের দেশে না যাবার পরামর্শ দেয়া হয়েছে। বরিশালের লেবুখালিতে পায়রা সেতু, পিরোজপুরের বেকুঠিয়াতে ‘৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ ও পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে প্রায় সাড়ে তিন হাজার চীনা প্রকৌশলী ও শ্রমিক কর্মরত আছে। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়সহ বিভাগের অপর ৫ জেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
কলাপাড়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২ হাজার ৭০০ চীনা প্রকৌশলী এবং শ্রমিক কর্মরত আছে। গত মঙ্গলবার বেলা ১১টায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত চীনা এবং বাংলাদেশি কর্মকর্তা ও প্রকৌশলীদের উপস্থিতিতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক সভা করা হয়েছে। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হালদার সেখানে বক্তব্য রাখেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের উপসর্গ, লক্ষণসমূহ এবং করণীয় সম্পর্কে চীনা কর্মকর্তা ও শ্রমিকদের অবহিত করা হয়েছে। পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরকেও সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের যেসব চীনা নাগরিক দেশে গেছেন তারা যেন এই মুহূর্তে বাংলাদেশে ফিরে না আসেন সেজন্যও কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
লেবুখালিতে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পায়রা সেতুটির নির্মাণ কাজ করছে চীনের লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা। অপরদিকে বেকুঠিয়ার কঁচা নদীর ওপর এক হাজার ৪৯৩ মিটার দীর্ঘ ‘৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’টির নির্মাণ কাজ করছে চীনের ‘চায়না রেলওয়ে ১৭তম ব্যুরো গ্রæপ কোম্পানি লিমিটেড’। উভয় প্রতিষ্ঠানেই বিপুল সংখ্যক চীনা প্রকৌশলী ও কর্মকর্তা কাজ করছেন। এ দুটি সেতু নির্মাণ কাজ তত্ত¡াবধান ও পরামর্শকের দায়িত্বেও একাধিক চীনা প্রকৌশলী রয়েছেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, চলতি মাঘ মাসে চীনাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পায়রায় কর্মরত চীনা কর্মকর্তা-শ্রমিকরা দেশে গিয়ে ওই উৎসবে অংশ নেয়ার কথা। কিন্ত করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করায় এ বছর ওই উৎসবে না যেতে চীনা কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে পায়রায় কর্মরত চীনা নাগরিকদের কলাপাড়া পৌর শহরের হাটবাজারে যাওয়া এবং জনবহুল স্থানে তাদের ঘোরাফেরা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চীনা নাগরিকদের অবাধে চলাফেরা স্থানীয় বাসিন্দারা এখন স্বাভাবিকভাবে নিচ্ছেন না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বরিশাল শেবাচিম হাসপাতালে গত মঙ্গলবার করোনা ভাইরাস ইউনিট খোলা হয়েছে। ওই ইউনিটের জন্য প্রয়োজনীয় চিকিৎসক এবং ২৫ জন সেবিকা নিয়োগ দেয়া হয়েছে। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, জরুরি বিভাগের পাশেই একটি কক্ষ করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার উপযোগী করে রাখা হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বরিশাল বিভাগের সব জেলা ও সদর হাসপাতালকে করোনা ভাইরাস চিকিৎসায় ৫ বেডের আইসোলেশন ইউনিট খোলার নির্দেশ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।