বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে। জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে শুধু স্বপ্ন দেখলেই হবে না।
গতকাল বুধবার নগরীর মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র নাছির আরও বলেন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। নিজেকে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই জীবনের স্বার্থকতা রয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এআরএম শামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আনজুমান আরা বেগম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুর নাহার বেগম, পরিচালনা পরিষদের সদস্য ফাতেমা বেগম প্রমুখ। পরে মেয়র শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
পার্কের উদ্বোধন : আজ বৃহষ্পতিবার বিকেলে খুলশী থানার ওয়্যারলেস মোড়ে স্ক্যালেটর ফুটওভার ব্রীজ ও পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।