রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহের শৈলকুপায় ৪ শিক্ষক কর্মচারী কারাগারে। প্রধান শিক্ষকের অপসারণসহ ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ফটক থেকে সমবেত মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক-কর্মচারী। এসময় প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়াদ্দারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে খারাপ আচরনসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলো ধরা হয়।
শিক্ষকদের দাবি, ইতোপূর্বে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় গত মে মাসের ২২ তারিখে শ্লীলতাহানীর অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রধান শিক্ষক বাদী হয়ে ঝিনাইদহ আদলতে ৭ শিক্ষক কর্মচারীর বিরদ্ধে একটি অনৈতিক মিথ্যা মামলা দায়ের করে। গতকাল অভিযুক্তদের মধ্যে ৫ জন আদালতে হাজির হলে সহকারি প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ শিক্ষক রবিউল ইসলাম, ল্যাব সহকারি আবুল কালাম ও ৪র্থ শ্রেণির কর্মচারী শহীদুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। অপর দুই শিক্ষক উচ্চ আদালতের জামিনে রয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার নির্লজ্জ, দুর্নীতিবাজ, চেক ও রেজুলেশন জালিয়াতকারী, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী নির্যাতনকারী হিসেবে বিবেচিত। তিনি সাধারণ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। সে মামলায় শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে জেল হাজতে রয়েছেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।