Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর, ঢাকা সেনানিবাসের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী দিনে কলেজের খেলার মাঠ পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায়। চ্যাম্পিয়ন হয় ভাষা শহিদ আব্দুল জব্বার হাউজ এবং রানার আপ হয় ভাষা শহিদ আব্দুস সালাম হাউজ। সমাপনী দিনে নিয়মিত ক্রীড়া অনুষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার, মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী বেগম মুন্সী রায়হানা ¯স্নিগ্ধা। অনুষ্ঠান উপভোগের পর প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারন্যাশনাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ