Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহ্জালাল ব্যাংকের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাজ্য-ভিত্তিক স্বনামধন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স পাবলিকেশন্স লিমিটেড ‘বেস্ট ইসলামিক কার্ড’ ক্যাটাগরিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডকে ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করেছে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, প্রোডাক্টগুলোর জনপ্রিয়তা এবং ব্যবহারসহ অন্যান্য সূচকের সন্তোষজনক অগ্রগতির ওপর ভিত্তি করে এ সম্মানজনক পুরস্কার প্রদান করে থাকে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ডুয়েল কারেন্সি-ভিত্তিক ইসলামিক ক্রেডিট কার্ডের আন্তর্জাতিক মানের সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সুবিধাদি বিবেচনায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংককে বেস্ট ইসলামিক কার্ড ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে সংস্থাটি। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের প্রায় ৯০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারন্যাশনাল-অ্যাওয়ার্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ