Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকিংয়ের নামে ৯ কোটি টাকা আত্মসাত তিন জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

মার্কেনটাইল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। আসামিরা হলেন, কথিত ব্যাংকটির চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী, ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুন নাহার।
তাদের বিরুদ্ধে সমিতির নামে নিবন্ধন নিয়ে বিনা অনুমতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং আমানতকারীদের গচ্ছিত ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০১১ সালের ১৪ জুলাই থেকে ২০১৪ সালের ৪ জুনের মধ্যে পরষ্পর যোগসাজশে তারা এই অর্থ আত্মসাত করেন বলে উল্লেখ করা হয় এজাহারে। মামলায় তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংকিং


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ