Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করো চট্টগ্রামে শিক্ষার্থীদের মেয়র

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন পারিবারিক অনুশাসন মেনে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের প্রতি আহŸান জানিয়েছেন। গতকাল সোমবার নগরীর বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহŸান জানান।
মেয়র নাছির বলেন, শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় শিক্ষার্থীদের নিয়োজিত রাখার পরামর্শ দেন। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর উল্লেখ করে মেয়র আরও বলেন, একজন আদর্শ শিক্ষক তার অর্জিত শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন এবং অঙ্কুর সোসাইটির বা.উ.বি-এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক লিলি বড়–য়া। এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, চসিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, স্কুলের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ