বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে গত রোববার রাতে সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী মো. রকিবুজ্জামান (৩২) নামে এক ভুয়া র্যাব কর্মকর্তাকে একটি প্রাইভেট কারসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে ভুয়া র্যাব সেজে প্রতারণার অভিযোগে রাজৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল দুপুরে র্যাব এক প্রেস রিলিজের মাধ্যমে কোম্পানি কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, র্যাবের একটি দল গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে মাদারীপুরের কালকিনির চর ঠেঙ্গামারা গ্রামের মো. মালেকুজ্জামানের ছেলে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত র্যাবের মনোগ্রাম লাগানো ১টি প্রাইভেট কার, ৩ সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, সেনাবাহিনীর কথিত ভুয়া মেজর সেজে প্রতারণার অভিযোগে রাজৈর থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।