বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতির কোন বিকল্প নাই। এ দেশে প্রত্যেকটি নাগরিক নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘেœ পালন করে থাকে। যা বিশে^ দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এ দেশে ৯০ ভাগ নাগরিক মুসলমান। হিন্দু, খ্রিস্টান বৌদ্ধসহ অন্যান্য ধর্মের নাগরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে দিয়ে এ দেশে বাস করে। ধর্মীয় সহিংসতা যে কোন দেশের উন্নয়নে বাঁধার প্রধান কারণ। দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেতে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। সকালে নগরীর মাইডাস রেস্টুরেন্ট মিলনায়তনে দি এশিয়া ফাউন্ডেশন আয়োজিত শেয়ারিং ওয়ার্কসপ অন বিল্ডিং রিলিজিয়াস পিস এন্ড হারমনি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন একথা বলেন।
মেয়র বলেন, জঙ্গি তৎপরতা ও গাড়ি পোড়ানোর মত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে একটি গোষ্ঠি দেশের উন্নয়নের গতিকে বাধাগ্রস্থ করতে চেয়েছিল সরকারের দৃঢ় পদক্ষেপে তা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে দেশ পরিচালনা করছেন ফলে সকল ক্ষেত্রে দেশ আজ উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে। যা আজ দৃশ্যমান। এভাবে এগিয়ে যেতে থাকলে আগামী বিশ বছরের মধ্যে দেশ উন্নতির শিখরে পৌছে যাবে। অনুষ্ঠানে এশিয়া ফাউন্ডেশনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন মেয়র লিটন।
দি এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাদাত সদরুদ্দিন শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার সফিউল আওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।