পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগ্নেয়াস্ত্র ও মাদকসহ বরিশালে শীর্ষ সন্ত্রাসী মো. আরিফ খন্দকারকে গ্রেফতার করেছে র্যাব-৮। গত রোববার রাত ১২টায় নগরীর ভাটারখাল এলাকায় কোস্টগার্ড জেটি সংলগ্ন বলোকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়। আরিফের নামে বরিশালের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৯৩ পিস ইয়াবা এবং ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সে বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামের মৃত কাশেম খন্দকারের ছেলে।
র্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারখাল সংলগ্ন কোস্টগার্ডের জেটি এলাকায় অভিযান চালিয়ে আরিফ খন্দকারকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর উপ সহকারী পরিচালক মো. লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।