Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান শিক্ষককে পিটিয়ে আহত

ঘটনাস্থল মঠবাড়িয়া

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার সূর্যমনি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার বিকেলে অসীম কুমার বিশ^াস (৩৩) নামের এক প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিক্ষক অসীম উপজেলার সূর্য্যমনি গ্রামের অমল চন্দ্র বিশ^াসের ছেলে ও ৬৪ নং সূর্যমনি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, উপজেলার সূর্য্যমনি গ্রামের শিক্ষক অসীম কুমার বিশ^াসের সাথে প্রতিবেশী মৃত আ. রব ফকিরের ছেলে বাদল ফকিরের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার বিকেলে শিক্ষক অসীম কুমার বিশ^াস তাদের ভোগ দখলীয় জমিতে লেট্রিন সংস্কারের কাজ করছিল। এসময় বাদল ফকির কাজে বাঁধা দেন। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাদল ফকির শিক্ষক অসীম কুমারকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক

১৪ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ