রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ার সূর্যমনি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার বিকেলে অসীম কুমার বিশ^াস (৩৩) নামের এক প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিক্ষক অসীম উপজেলার সূর্য্যমনি গ্রামের অমল চন্দ্র বিশ^াসের ছেলে ও ৬৪ নং সূর্যমনি বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায়, উপজেলার সূর্য্যমনি গ্রামের শিক্ষক অসীম কুমার বিশ^াসের সাথে প্রতিবেশী মৃত আ. রব ফকিরের ছেলে বাদল ফকিরের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার বিকেলে শিক্ষক অসীম কুমার বিশ^াস তাদের ভোগ দখলীয় জমিতে লেট্রিন সংস্কারের কাজ করছিল। এসময় বাদল ফকির কাজে বাঁধা দেন। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাদল ফকির শিক্ষক অসীম কুমারকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।