Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌগাছায় গৃহবধূর চুল কাটায় ৫ নারীসহ গ্রেফতার ৭

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

যশোরের চৌগাছায় জোরপূর্বক এক গৃহবধূর চুল কেটে দেয়ার অভিযোগে স্থানীয় এক আ.লীগ নেতা ও ৫ মহিলাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ওই নারীর স্বামী রফিকুল ইসলামের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৫ নারীসহ ৭ ব্যক্তিকে আটক করে। পরে রাত ৮টার দিকে মামলাটি রেকর্ডভুক্ত হয়। আটকদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া পূর্বপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৪৫) ও ইমরান হোসেন (২৩)। মোহাম্মদ আলীর স্ত্রী আজুফা বেগম (৪০), হাসানের স্ত্রী শিউলী বেগম (২৬), সালামের স্ত্রী রেহেনা (৪০), সিরাজুলের স্ত্রী বিউটি বেগম (৪২) ও জামাল হোসেনের স্ত্রী শাপলা বেগম (৩৫)। মামলায় সিরাজুলের ছেলে মিরাজ (২৭) ও মোহাম্মদ আলীর আরেক ছেলে জামাল হোসেনকে আসামি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মাসখানেক আগে ওই নারীর সাথে তার স্বামীর পারিবারিক বিরোধ হয়। গ্রাম্য সালিশ বিচারে তা মিমাংশা হয়ে যায়। সে ঘটনার সূত্র ধরে প্রতিবেশি কয়েক নারী ও পুরুষ রবিবার সকালে ওই নারীকে মারধর করে এবং তার চুল কেটে নেয়। এ ঘটনায় ওই নারী চৌগাছা হাসপাতালে ভর্তি হয় এবং তার স্বামী রবিবার চৌগাছা থানায় ৫ নারীসহ ৯ ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযান চালিয়ে ৫ নারীসহ অভিযুক্ত ৭ ব্যক্তিকে আটক করে। পরে ৮টার দিকে ওই নারীর স্বামীর লিখিত অভিযোগটিকে এজাহার হিসেবে গণ্য করে মামলা রেকর্ডভুক্ত করে আটক ৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
রফিকুল ইসলাম জানান, তার স্ত্রীর সাথে একমাস আগে পারিবারিক দ্বন্দ হয়। এতে তার স্ত্রী রাগ করে উপজেলার পুড়াপাড়ায় তার পিতার বাড়িতে চলে যান। পরবর্তীতে ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়ার মধ্যস্ততায় আবার ঘরসংসার শুরু করি। গত রোববার সকালে সলুয়া বাজারে কাঁচামাল বিক্রয় করতে আসার পর বাড়ি থেকে আমার ছেলে মুজাহিদ (৯) এসে জানায় কয়েকজন প্রতিবেশি আমার স্ত্রীকে মারপিট করছে। আমি দ্রুত বাড়ি গিয়ে দেখি আমার স্ত্রী আহত অবস্থায় পড়ে আছে এবং তার মাথার চুল কাটা। চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন থাকা রফিকুলের স্ত্রী জানান, তিনি নকশিকাঁথা, বিছানা চাদরসহ বিভিন্ন প্রকার হাতের কাজ করেন। এতে তিনি বেশ আয় করেন এবং সচ্ছলভাবে জীবনযাপন করেন। প্রতিবেশিরা মিথ্যা অভিযোগে আমাকে বেদম মারপিট করেছে এবং মাথার চুল কেটে দিয়েছে।
চৌগাছা থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজহারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের গত সোমবার আদালতে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ