প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ নাইন্টিন সেভেন্টিন
২ স্টার ওয়ার্স এপিসোড নাইন : দ্য রাইজ অফ স্কাইওয়াকার
৩ জুমানজি : দ্য নেক্সট লেভেল
৪ লাইক আ বস
৫ জাস্ট মার্সি
ডুলিটল
স্টিফেন গেহান পরিচালিত হিউ লফ্টিংয়ের উপন্যাস সিরিজ অবলম্বনে নির্মিত রেক্স হ্যারিসন এবং এডি মার্ফি অভিনীত চলচ্চিত্রগুলোর রিবুট ‘ডুলিটল’। ‘অ্যাবান্ডন’ (২০০২), ‘সিরিয়ানা’ (২০০৫) এবং ‘গোল্ড’ (২০১৬) গেহান পরিচালিত চলচ্চিত্র। ডা. জন ডুলিটল (রবার্ট ডাউনি জুনিয়র)রানি ভিক্টোরিয়ার পোষা প্রাণীদের চিকিৎসক। ডুলিটল ম্যানরে কিছু বিচিত্র কিছু প্রাণীর সঙ্গে থাকে এই খেয়ালি আর পাগলাটে পশুর চিকিৎসক। সাত বছর আগে স্ত্রীবিয়োগের পর খেয়ালি পশু বিশেষজ্ঞ ডা. ডুলিটল ডুলিটল ম্যানরের উঁচু প্রাচীরের আড়ালে স্বেচ্ছানির্বাসন গ্রহণ করে। তা সঙ্গী হিসেবে আছে অসংখ্য বিচিত্র সব প্রাণী। তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে সে। রানির পশুদের চিকিৎসক বলে রাজ পরিবারের প্রতি তার দায়িত্ব থেকে তরুণ রানি (জেসি বাকলি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডুলিটলকে দেয়ালের বাইরে এসে এক দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়। বুদ্ধি দিয়ে তাকে মোকাবেলা করতে হয় সব শত্রুদের। তবে সঙ্গে আছে তার সাগরেদ (হ্যারি কোলেট) আর কয়েকটি প্রাণী। এরা হল গরিলা (ভয়েস : রামি মালেক), বোকা হাঁস (ভয়েস : অক্টাভিয়া স্পেন্সার), উটপাখি (ভয়েস : কুমাইল নানজিয়ানি), ভালুক (ভয়েস : জন সিনা) এবং চৌকস তোতা (ভয়েস : এমা থমসন)।
ছবিঃ ডুলিটল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।