Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীনগর শিক্ষক সমিতির নির্বাচন, জামায়াত কর্মীর পক্ষে আ’লীগ একাংশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ২:৪৮ পিএম

জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। ৫১টি পদের জন্যে ২টি প্যানেলে ১০২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মোঃ আবু কাউসার, মনির হোসেন ও বাবুল আহমেদ সরকার নেতৃত্বাধীন একটি প্যানেল এবং এটিএম রেজাউল করিম, মাহমুদ হাসান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে আরেকটি প্যানেল। ৩১ জানুয়ারী নির্বাচনে উপজেলার ২১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৩১২ জন শিক্ষক ভোট দেবেন। তবে নির্বাচনে এক সভাপতি প্রার্থী রয়েছেন আলোচনার শীর্ষে। বিভিন্ন অভিযোগ নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন আলীয়াবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম। প্রতিদ্বন্ধিরা জানান, বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছে কয়েকদফা। চাকুরী থেকে বরখাস্ত বা অন্যকোন ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়ায় গত বছরের ৩০ সেপ্টেম্বর তার লিখিত বক্তব্য জানতে চেয়ে পত্র দেন প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোঃ সুলতান মিয়া। ওইপত্র থেকে জানা যায়, ২০১১ সালের মামলায় আদালত রেজাউল করিমের বিরুদ্ধে রায় গোপন রাখা ছাড়াও কর্তব্য কাজে অবহেলা ও অনিয়ম এবং অসদাচরনের অভিযোগের সত্যতা থাকার উল্লেখ রয়েছে পত্রে। ওইবছরের ২৪ এপ্রিল আলীয়াবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক শামসুল হক প্রধান শিক্ষক রেজাউলের বিরুদ্ধে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ে একটি অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২মে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পরিবার পরিকল্পনা বিভাগের জায়গা অবৈধভাবে দখল এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতির অপরাধে রেজাউল করিমকে ৫ হাজার টাকা জরিমান করেন। আদালত জরিমানা অনাদায়ে একমাসের সাজা দেন তাকে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াত আহুত সকাল-সন্ধ্যা হরতাল পালনে পিকেটিংয়ে যোগ দিয়ে গাড়ি ভাঙ্গচুর মামলার আসামী হন ওই শিক্ষক। তাছাড়া জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ততার কারনেও আলোচিত ওই শিক্ষক। জানা যায়, ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে নবীনগর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন। ভৈরবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আক্তার লাকী বলেন, সারা দেশে যেখানে জামায়াত নেই সেখানে নবীনগরে জামায়াত আছে। নির্বাচনে প্রতিদ্বন্ধিতার ইচ্ছে থাকলেও নির্বাচনে অংশ নেইনি। নবীনগর আ’লীগের একটি অংশ সমর্থন করছে রেজাউল করিমকে। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমএ হালিম এবং উপজেলা আওয়ামীলীগ সদস্য ও নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাসের ছবি ব্যবহার করে গত বিজয় দিবসে পত্রিকায় বিজ্ঞাপনও দেন রেজাউল। নবীনগর উপজেলা আ’লীগের সদস্য ও পৌর মেয়র এড. শিব শংকর দাস জানান, কাউকে সমর্থন করছেননা। দু’পক্ষেই আমাদের লোক আছে। রেজাউল একসময় শিবির করতো বলেও জানান তিনি। আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ হালিমের নাম্বারে ফোন করে তার কোন সাড়া পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে রেজাউল করিম বলেন, নির্বাচন আসলে কতো কথাই উঠে। মামলা ডিসমিস হয়েছে। বিভাগীয় চিঠির জবাবও দিয়েছি। জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ততার বিষয়টি এড়িয়ে যান রেজাউল।



 

Show all comments
  • JALAL UDDIN MONIR ২৭ জানুয়ারি, ২০২০, ১২:৩২ পিএম says : 0
    আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শামসুল হক নামে কোনো অভিভাবক নেই একটি ভুয়া নাম দিয়ে অভিযোগ দেয়া হয়েছে যার কারণে ওই মামলাটি এবং অভিযোগটি খারিজ হয়ে গেছে আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ