Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি শিক্ষক সমিতি নির্বাচন আওয়ামী পন্থিদের নিরঙ্কুশ জয়

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী ও বামপন্থি শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) নিরঙ্কুশ জয় পেলেও ডীন নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টিতেই জয়ী হয়েছেন তারা। অপরদিকে নয়টি অনুষদের ডীন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের কাছে ভরাডুবি হয়েছে তাদের। নয়টির মধ্যে মাত্র চারটিতে জয়ী পেয়েছে হলুদ দল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির কার্যকরী সংসদ ও বিভিন্ন অথরিটিতে ২১টি পদে ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি শিক্ষক সমিতি নির্বাচন আওয়ামী পন্থিদের নিরঙ্কুশ জয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ