বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের তাড়াশে প্রবাহমান সরকারি খাল দখল করে ও আবাদি জমি কেটে পুকুর খনন করা হচ্ছে। ফলে ২০ হাজার হেক্টর আবাদি জমি পানিবদ্ধতার কবলে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাড়াশ-ভুঁয়াগাতী আঞ্চলিক সড়কের ধানকুন্টি ব্রিজ এলাকায় মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামের প্রভাবশালী ব্যক্তি নজরুল ইসলাম মুন্টু পুকুরটি খনন করছেন। স্থানীয়রা জানায়, পানি প্রবাহের ঐ গুরুত্বপূর্ণ সরকারি খালটি ভরাট করা হলে সামান্য বৃষ্টিতেই ধাপ ওয়াশীন, সেরাজপুর কাস্তা, বেত্রাশীন, গুয়ারাখী, পৌষার, ধানকুন্টিসহ কমপক্ষে ২৫টি গ্রামের ২০ হাজার হেক্টর আবাদি জমি পানিবদ্ধতার কবলে পড়বে। এদিকে নজরুল ইসলাম মুন্টু বলেন, সবকিছু ম্যানেজ করেই পুকুর খনন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বলেন, কোন প্রভাবশালীই সরকারি খাল দখল করে ও আবাদি জমি কেটে করে পুকুর খনন করতে পারেন না। শিগগিরই ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।