Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ সোঁতি জালে ৮০ হাজার হেক্টর জমির ফসল হুমকিতে

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

পাবনার চাটমোহরসহ চলনবিলের বিভিন্ন নদী ও বিলে অবৈধ সোঁতি জালে চলনবিলে ৮০ হাজার হেক্টর জমির ফসল হুমকিতে পড়েছে। চলনবিলের বিভিন্ন নদী ও বিলে বন্যার পানি নামার সাথে সাথে কতিপয় প্রভাবশালীরা পানি প্রবাহের মুখে অবৈধ সোঁতি জাল পেতে একদিকে লাখ লাখ টাকার মাছ সাবাড় করছে অপর দিকে উজানের মানুষের বসত ভিটা ভেঙে বিলের পানিতে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছায়ায় এ বছরও বিলের পানি প্রবাহের পথে সোঁতি জাল পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যা আগামী রবি শস্য সরিষা, গম, রসুন, ভুট্টাসহ বিভিন্ন ফসলের প্রায় ৮০ হাজার হেক্টর জমির আবাদ হুমকির মুখে ঠেলে দিচ্ছে। জানা গেছে চলনবিলের চাটমোহর, সিংড়া, গুরুদাসপুর, নওগাঁর আত্রাই বিলের একমাত্র পানি প্রবাহের পথ সিরাজগঞ্জের তাড়াশের আত্রাই নদীর শাখা সাইড খালে উপজেলার কুন্দাইল গ্রামের প্রভাবশালীরা ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বাঁশ ও অন্যান্য উপকরণ দিয়ে পানি প্রবাহের মুখে অতি সুক্ষè জাল পেতে মাছ ধরছে। এছাড়া হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের ৮নং ব্রিজের তলায় ও ৯নং ব্রিজের তলায় অবৈধ সোঁতিজালে মাছ ধরা হচ্ছে। এ সব জালের ফাঁস এতই ক্ষুদ্র যে, পোনা মাছ থেকে শুরু করে মা মাছও রেহাই পাচ্ছে না। এসব সোঁতি জাল পাতার কারণে পানি প্রবাহের মুখে বাঁধার সৃষ্টির কারণে পানি বের হতে পারছে না অপরদিকে মৎস্য সম্পদ নিধন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ সোঁতি জালে ৮০ হাজার হেক্টর জমির ফসল হুমকিতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ