Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গণধর্ষণ মামলায় ৪ আসামি গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ১:৫২ পিএম

কিশোরীকে (১৫) গণধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
গ্রেফতাররা হলেন- শরীফ হোসেন (১৮), ইমরান হাসান সুজন (১৯), শরিফ উদ্দিন মোল্লা (২০) ও আহসান ওরফে হাসান (১৬)।
গতকাল শুক্রবার দিনগত রাতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১’র লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৫ জানুয়ারি শ্রীপুরে জন্মদিনের কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। কৌশলে এনার্জি ড্রিংকসে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয়।

এ ঘটনায় পরদিন ১৬ জানুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা (নং-৪২) দায়ের করেন। এরপর থেকেই ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে গাজীপুরের রাজবাড়ী এলাকা থেকে প্রধান পলাতক আসামি শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে পলাতক বাকি তিন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ