Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক কাস্টম দিবস কাল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আন্তর্জাতিক কাস্টমস দিবস আগামীকাল রোববার। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২০ উদযাপন আঞ্চলিক কমিটি, চট্টগ্রাম বর্ণাঢ্য র‌্যালি এবং সেমিনারের আয়োজন করেছে। ওইদিন সকাল ৮টায় চট্টগ্রাম কাস্টম হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এ র‌্যালি বের করা হবে। সন্ধ্যা ৬টায় কাস্টম হাউস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ। বিশেষ অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) মো. মাসুদ সাদিক, চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ এনামুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ