Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আশুলিয়ায় ফিলিং স্টেশনের তিন তলা থেকে পরে শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ৭:৪০ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনের তিন তলা থেকে পড়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন। 

শুক্রবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাইপাইল এলাকায় অবস্থিত সম্ভার সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ফায়েজ আলী আকন্দ (৩৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ভুসভুসিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি কাইচাবাড়ী এলাকার ইমরান খানের বাড়িতে ভাড়া থেকে সম্ভার সিএনজি ফিলিং স্টেশনের মালিক ওমর আলী হাজীর বাসা ও পাম্পে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানায়, ফায়েজ আলী ওই সিএনজি ফিলিং স্টেশন অফিসের তিন তলা থেকে রাস্তার ওপর দিয়ে টানা বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মৃতের তার ডান হাতে ফোস্কা ও মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিং স্টেশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ