এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
দুই ফোনে দুই হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে ভিভো। মূল্যহ্রাস করা স্মার্টফোনগুলো হলো- ভিভো এস১ এবং ওয়াই১৯। চার ক্যামেরার ফোন দুটিতে একটি ফ্রন্ট ও তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে। এগুলোর মধ্যে ওয়াই১৯ ফোনটি পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়- যা আগে ছিলো ২০ হাজার ৯৯০ টাকা। এছাড়া এস১ স্মার্টফোনটি ২১ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে-যার পূর্বমূল্য ২৩ হাজার ৯৯০ টাকা।
ভিভো এস১ ফোনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং তিনটি রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরাগুলোর ক্ষমতা যথাক্রমে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেল। ওয়াই১৯ এর চারটি ক্যামেরার মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি ১৬ এমপির এবং রিয়ার ক্যামেরাগুলো ১৬, ৮ ও ২ এমপির। এই দুইটি ফোনে ৬ জিবি র্যাম ছাড়াও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই১৯ ফোনটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারি এবং এস১ ফোনটিতে ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।