বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সিটি নির্বাচনে আল্লাহভীরু মেয়র নির্বাচিত না হলে জনগণের ভোগান্তির সীমা থাকবে না। অতীতে যারা মেয়র ছিলেন তারা প্রায় সকলেই দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত ছিলেন। ঢাকাকে লুটেপুটে খেয়েছে। ফলে ঢাকা সিটির কাঙ্খিত উন্নয়ন হয়নি। এক বিবৃতিতে তিনি বলেন, ইতিপূর্বে নির্বাচিত মেয়ররা সিটির উন্নয়নের জন্য, সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানের জন্য বারংবার সিটির জনগণের সাথে মুখরোচক বহু ওয়াদা দিয়েছেন। কেউ ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার ওয়াদা করেছেন, কেউবা মেগাসিটিতে উন্নীত করার কথা বলেছেন। কেউ আবার বিশ্বমানের মহানগরী গড়ার স্বপ্ন দেখিয়েছেন। কেউ আধুনিক ডিজিটাল মহানগরী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু এসব কিছুই ছিলো চরম ধোকা। দক্ষিণে গণসংযোগে পীর সাহেব: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রহমানের সমর্থনে আজ শুক্রবার দিনব্যাপী মাঠে থাকবেন আন্দোলনের আমীর হযরত পীর সাহেব চরমোনাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।