Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী উদ্যোক্তারা ঋণ পেতে ভোগান্তির শিকার হয়

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়ার বিধান থাকলেও, গ্যারান্টরসহ বিভিন্ন শর্তের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ নারী উদ্যোক্তাদের। এছাড়া, এসএমই ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছে না বলেও অভিযোগ রয়েছে। এদিকে সমস্যা মোকাবিলা করে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে, গ্রুপ বা দলভিত্তিক ঋণ কার্যক্রম পরিচালনার পরামর্শ অর্থনীতিবিদদের। সমাজে অনেক নারী উদ্যোক্তা হয়ে ওঠার সফলতার পেছনে রয়েছে অনেক গল্প। সে গল্প সংগ্রামের, প্রতিকূলতার। নারী উদ্যোক্তাদের দাবি, ব্যবসার পরিকল্পনা থেকে শুরু করে পরিচালনা, প্রতিক্ষেত্রেই অতিক্রম করতে হয় নানা বাধা। তবে, সবচেয়ে বেশি ভোগান্তি ঋণ পেতে। যেখানে ঋণ পরিশোধের দায় নারী উদ্যোক্তার ওপর থাকলেও, পাওয়ার ক্ষেত্রে লাগে গ্যারান্টর। সারা দেশের প্রায় ৯ লাখের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে ১৭ শতাংশই নারী। উদ্যোক্তাদের দাবি, ঋণ পেতে ভোগান্তি কমলে এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরো বাড়বে। এদিকে, মূল ধারার অর্থনীতিতে নারীর অংশগ্রহণকে আরও শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে ব্যাংকগুলোকে বিশেষ স্কিম চালুর পরামর্শ অর্থনীতিবিদদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী উদ্যোক্তারা ঋণ পেতে ভোগান্তির শিকার হয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ