মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগøু বলেছেন, লিবিয়ার সামরিক কমান্ডার জেনারেল খলিফা হাফতার সামরিকভাবে দেশটির চলমান সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু লিবিয়াকে নিরাপদ ও শান্ত করতে হলে তাকে সামরিক পথ বাদ দিয়ে অবশ্যই রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে। গত সপ্তাহে মস্কোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা হয়েছে তা বাতিল করেছেন হাফতার। এছাড়া তার অধীনস্থ গেরিলারা লিবিয়ার কয়েকটি তেলক্ষেত্র অবরুদ্ধ করে রেখেছে। এরপর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের চ‚ড়ান্ত ঘোষণায়ও সই করতে অস্বীকার করেছেন জেনারেল হাফতার। এরপর হাফতারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তুরস্ক। ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক স¤প্রদায় স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক যে সরকারের নেতৃত্বে রয়েছে ফাইয়াজ আল-সেরাজ। অন্যদিকে, লিবিয়ার প‚র্বাঞ্চলীয় শহর তবরুকভিত্তিক বিদ্রোহী সরকারের নেতৃত্বে রয়েছেন খলিফা হাফতার এবং তাকে সমর্থন দিচ্ছে সউদী আরব, সংযুক্ত আরব-আমিরাত ও মিশর। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।