Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিপোলির কাছেই ক্ষেপণাস্ত্র হামলা হাফতার বাহিনীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা খলিফা হাফতারের বাহিনী। মঙ্গলবার রাতে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের সামরিক মুখপাত্র মুহাম্মাদ কুনুনু এক বিবৃতিতে এ হামলার খবর নিশ্চিত করেছেন। মুহাম্মাদ কুনুনু জানিয়েছেন, ত্রিপোলির দক্ষিণে সালাহ আল দ্বিন ও রামলা এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যেই অঞ্চলটিতে হাফতার বাহিনীর ভাড়াটে সেনাদের মোতায়েন করা হয়েছে। ত্রিপোলীর আকাশে উড্ডয়ন করছে হাফতার বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক সংযুক্ত আরব আমিরাতের ড্রোন। মুহাম্মাদ কুনুনু বলেন, হাফতার বাহিনীকে জবাব দিতে সরকারি বাহিনী যথেষ্ট শক্তিশালী। তবে সরকার বেসামরিক লোকজনকে সংঘর্ষের সময় অঞ্চলটি থেকে চলে আসা লোকজনকে বাড়িতে না ফেরার আহŸান জানিয়েছে। গত নয় মাস ধরে লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। স¤প্রতি তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার। কিন্তু মঙ্গলবার চুক্তি স্বাক্ষর না করেই মস্কো ছাড়েন খলিফা
হাফতার। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফতার বাহিনীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ