Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রাইফেলসহ ৬ প্রতারক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নগরীর বন্দরটিলায় অভিযান চালিয়ে একটি রাইফেলসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। লোকজনকে কৌশলে ডেকে নিয়ে নারীদের সাথে আপত্তিকর ছবি এবং অস্ত্র দিয়ে ছবি তুলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে এ চক্রটি। 


মঙ্গলবার গভীর রাতে বক্স আলী মুন্সী রোডের একটি বাসা থেকে গ্রেফতার ছয়জন হলেন- আবু তাহের (৪৮), হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে (২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)। তাদের কাছ থেকে একটি লোহার চেইন, একটি চাকু, চারটি মোবাইল সেট, নগদ পাঁচ হাজার টাকা, একটি রাইফেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এক স্বর্ণের কারিগরকে গহনা বানানোর কথা বলে ডেকে নিয়ে গিয়ে আটকে রাখে এবং মহিলাদের দিয়ে ছবি তুলে চার লাখ টাকা দাবি করে তারা। এ অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ