Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরোজুর রহমান ওলিও স্কুল অ্যান্ড কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুলতারপুরে ফিরোজুর রহমান ওলিও স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়াজ মো. কাজলের সভাপতিত্বে ও শিক্ষক আল আমীন শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা ব্যবস্থাপক কাজী আব্দুল কাইয়ুম খাদেম, ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলাম ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা কফিল উদ্দিন, সদর উপজেলা শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আ ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মোশাররফ হোসেন বেলাল প্রমুখ। সাংবাদিক আশেক মান্নান হিমেল। পরে প্রধান অতিথি জেলার বিভিন্ন স্কুলের মেধাবী এসএসসি, জেএসসি এবং পিএসসি ২শ’ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করেন। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ