Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়ায় ভূগর্ভস্থ হোটেলকক্ষে ফুটন্ত পানিতে প্লাবিত হয়ে ৫ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:২২ পিএম

রাতে গরম পানির পাইপ ফেটে রাশিয়ার একটি ভূগর্ভস্থ হোটেলের কক্ষ ফুটন্ত পানিতে প্লাবিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দেশটির প্রেয়াম শহরে এ ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক তদন্তকারী কমিটি জানিয়েছে। হোটেলটি একটি আবাসিক ভবনের বেইসমেন্টে অবস্থিত বলে জানিয়েছে তারা।
মিনি হোটেল ক্যারামেল নামের ওই হোটেলটির এ ঘটনায় আরও অন্তত তিনজন দগ্ধ হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইন অনুযায়ী সুরক্ষার মান নিশ্চিত না করে পরিষেবা দেওয়ায় ঘটনার বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করেছে তদন্তকারীরা।
বুকিং ডটকমে হোটেলের তালিকা অনুযায়ী মিনি হোটেল ক্যারামেলের ডবল বেডের একটি রুমের প্রতি রাতের ভাড়া ১১৭০ রুবল (১৯ ডলার)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ