মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাম তেল কেনা বন্ধ করার জবাবে ভারতের বিরুদ্ধে কোনও বাণিজ্যিক ‘প্রতিশোধ’ নিতে নারাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, প্রতিশোধের চেয়ে তারা সংকট নিরসনের পথে অগ্রসর হতে চান। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের সমালোচনার প্রতিবাদে এ মাসেই মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করে ভারত। প‚র্ববর্তী এক মন্তব্যে মাহাথির বলেছিলেন, ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না, সে সম্পর্কে অবগত কুয়ালালামপুর। সে সময় মাহাথির বলেন, তার দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন। সোমবার মালয়েশিয়ার পশ্চিম উপক‚লে মাহাথির সাংবাদিকদের বলেন, ‘প্রতিশোধম‚লক পদক্ষেপ নেওয়ার প্রশ্নে আমরা ছোট একটি দেশ। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে।’ এরআগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় ভারত কাশ্মিরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন। ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েককে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নে মাহাথিরের অনিচ্ছার কারণেও দিল্লি-কুয়ালালামপুর সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছে। খবরে বলা হয়, মালয়েশিয়ার পর্যটন দ্বীপ লংকাবিতে সাংবাদিকদের মাহাথির বলেন, ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমরা খুবই ছোট। এটি সমাধানে আমাদের অন্য পথ ও উপায় খুঁজে বের করতে হবে। মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যু ও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিতে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের সমালোচনা করেন। সোমবার আবারও তিনি ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। তিনি এটিকে ‘চ‚ড়ান্তভাবে অন্যায়’ বলেও মন্তব্য করেছেন। তবে এর আগে ভারতের ইসলামিক বক্তা জাকির নায়েককে আশ্রয় দিয়ে দিল্লির তোপের মুখে পড়ে মালয়েশিয়া। দিল্লির চাপের মুখেও জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতিও জানায় মালয়েশিয়া।স্ট্রেইট টাইমস, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।