Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে মোটরসাইকেল চালক নিখোঁজ

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজার এলাকায় বসবাসরত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক অংহ্লা থুই মারমা (৩০) গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে রাঙামাটি জেলার কাপ্তাই থানার কারিগরপাড়া গ্রামের হ্লাথোয়াই প্রু মারমার ছেলে। গত ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে সে নিখোঁজ রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই দিন সকালে অংহ্লা থুই মারমা প্রতিদিনের মতো নিজ মোটরসাইকেলে কারিগরপাড়া বাজার থেকে যাত্রী নিয়ে দুর্গম ভালুকিয়া-মেরিছড়ার উদ্দেশে রওনা করে।
এরপর হতে সে আর বাড়ি ফিরেনি। অংহ্লা থুই মারমার কারিগরপাড়া বাজারে একটি মুদি দোকানও রয়েছে। সে মুদি দোকানের পাশাপাশি মোটরসাইকেল ভাড়ায় চালাত। সে স্ত্রী আমুইমা মারমা ও ৫ বছর বয়সি এক সন্তান নিয়ে ওই দোকানেই বসবাস করতেন।
এ ব্যাপারে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সাইফুল আজম বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনো কেউ মামলা করেনি।

 



 

Show all comments
  • ATAUR RAHMAN ১৭ এপ্রিল, ২০২০, ৬:১১ এএম says : 0
    no
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ