Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে আবু বক্কর সিদ্দিক বাবু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ভোর ৪টার দিকে থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু তার স্ত্রী থানা হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগ করলেও পুলিশ বলছে আবু বকর আত্মহত্যা করেছেন।
আবু বক্কর সিদ্দিক বাবু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে দুই সন্তান নিয়ে রাজধানীর মোহাম্মদপুর চাদ উদ্যানে বসবাস করতেন। এছাড়া তিনি বিএফডিসি ফ্লোর ইনচার্জ হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তার স্বজনরা।

আবু বক্কর সিদ্দিক বাবুর তালাকপ্রাপ্ত স্ত্রী আলেয়া ফেরদৌসী অভিযোগ করেন বলেন, বাবুর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলায় গত রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে থানা পুলিশ তাকে ধরে নির্যাতন করে মেরে ফেলেছে। এ হত্যার বিচার চাই। বাবু সন্ত্রাসী বা স্মাগলার ছিল না। তবে পুলিশ বাবুকে গ্রেফতারের বিষয় কিছু জানায়নি বলে আলেয়া বলেন, আজ (গতকাল) সকাল ১১টার দিকে বাবুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসি।

এদিকে বাবুর মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। আবু সাইদ নামের এক সহকর্মী বলেন, বাবু বিএফডিসির ফ্লোর ইনচার্জ হিসেবে কাজ করতেন। সকালে তেজগাঁও থানা পুলিশ আমাদের অফিসে আসে এবং বলে বাবু আত্মহত্যা করেছে। বিস্তারিত কিছু বলেনি তারা। এর আগে গত রাতে থানা থেকে একটি কল আসে। তখন বলা হয়- বাবুর নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছে রোকসানা আক্তার মায়া নামের এক নারী। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এফডিসির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শনিবার রাত পৌনে ৮টায় ফোনে পুলিশ আবু বক্কর সম্পর্কে জানতে চায়। এসময় আবু বক্কর সিদ্দিক এফডিসিতে চাকরি করেন বলে জানাই। পরে শুনেছি পুলিশ হেফাজতে তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গতকাল ভোর ৪ টার দিকে বাবুকে পুলিশ অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়না তদন্তের প্রতিবেন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন সাংবাদিকদের বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়া এবং ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারী বাবুর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়। কিন্তু মধ্যরাতের পর হাজতের গ্রিলের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নিহতের বিরুদ্ধে মামলা আছে। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাজতের গ্রিলের সাথে চাঁদর পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে হাজতে অন্য আসামি থাকলেও তারা কেউ টের পায়নি বলে জানান তিনি। হাজতের সামনে সেন্ট্রির দায়িত্বে কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, সেন্ট্রিরা সাধারণত থানার গেটে থাকে। হাজতের সামনে কেউ ডিউটি করে না।



 

Show all comments
  • Sohel Ahmed ২০ জানুয়ারি, ২০২০, ১:১৭ এএম says : 0
    তদন্ত কমিটি রিপোর্ট দিলে বুঝা যাবে ঘটনা কি হয়েছে
    Total Reply(0) Reply
  • Azim Mashuk Ahmed ২০ জানুয়ারি, ২০২০, ১:১৭ এএম says : 0
    গলায় চাদর পেঁচিয়ে!!!
    Total Reply(0) Reply
  • MD Jihad Hasan ২০ জানুয়ারি, ২০২০, ১:১৭ এএম says : 0
    পুলিশী হেপাজতে থাকবে আসামিরা তাহলে সেখানে তো আত্যহত্য করার কথা না
    Total Reply(0) Reply
  • Md Belal Hossain Sumon ২০ জানুয়ারি, ২০২০, ১:১৭ এএম says : 0
    থানার ভিতরে চাদর পেল কোথায়
    Total Reply(0) Reply
  • Md Nazmul Hossain ২০ জানুয়ারি, ২০২০, ১:১৮ এএম says : 0
    জাতি অবরুদ্ধ, আল্লাহ তুমি হেদায়েত করো
    Total Reply(0) Reply
  • Aminul Islam ২০ জানুয়ারি, ২০২০, ১:১৮ এএম says : 0
    এটা পুলিশ এ মেরে ফেলেছে
    Total Reply(0) Reply
  • Maroof Ahmed ২০ জানুয়ারি, ২০২০, ১:১৮ এএম says : 0
    Bangladesh not good now police
    Total Reply(0) Reply
  • জাহিদুল হক ২০ জানুয়ারি, ২০২০, ১:১৯ এএম says : 0
    হাজত খানায় মারে না মারে তো বিশেষ কামড়ায়, যেখানে সিসি ক্যামেরা থাকে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ