বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশের দাগী অপরাধীর তালিকায় নাম নেই বা কোনো অপরাধের সঙ্গে জড়িত এমন তথ্য জানা নেই পরিবারের সদস্যদের। তারপরেও একের পর এক মামলার আসামি হচ্ছেন তারা। কোনো অপরাধ না করেও বছরের পর বছর জেল খাটছেন ভুক্তভোগীরা। কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, হয়েছেন সম্বলহীন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে আসা এমন অর্ধশত পরিবারের সদস্যরা এসব মামলার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ভ‚ক্তভোগী পরিবারের দুই শতাধিক সদস্য অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সোহেল চৌধুরী, খাদিজা আক্তার, শিশু আলাউদ্দিন, আলাউদ্দিনের মা রিজিয়া বেগম, আবদুল কাদেরের ভাগ্নে মাসুদ রানা প্রমূখ। এদের কারো বাবা, কারো স্বামী, কারো ভাই ভুয়া মামলাবাজদের সিন্ডিকেটে পড়ে কারাবন্দী জীবন যাপন করছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আশুলিয়ার মেঘলা। তিনি দাবি করছেন, তার েেছাট ভাই উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ফজলে হামিম সায়মন ও বাবা ড. সোহরাব হোসেন মিথ্যা মামলায় জেল খাটছেন। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে ৫টি। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় এই মামলাগুলো দায়ের করা হয়। তাদের সঙ্গে জেল খাটছেন একই পরিবারের মাহবুবুর রহমান খোকন। মেঘলা অভিযোগ, পরিবারের কোনো পুরুষ সদস্য বাড়ি থাকতে পারে না। আতংকে থাকতে হয় আমাদের। আমার ছোট ভাই অনেক মেধাবী ছিলো। তার এখন গ্র্যাজুয়েশন শেষ করার কথা। অথচ সে এখন কারাগারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।