Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি সচিবের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সচিবের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউপি সদস্য ও এলাকাবাসী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ধোপাডাঙ্গা ইউপি কার্যালয়ের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা রোডে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে ইউপি সচিব হাফিজার রহমানের দুর্নীতির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে বক্তব্য দেন ইউপি সদস্য মমতাজ আলী, আতোয়ার রহমান ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আঃ মালেক বাবলু। বক্তারা জানান, ২০১৫-১৬ অর্থ বছরের এলজিএসপি-২ এর ১ম ও ২য় পর্যায়ের বরাদ্দকৃত অর্থের ১৫টি প্রকল্পের পুরোপুরি কাজ না করে সচিব টাকা আত্মসাত করেছেন। প্রকল্প গুলো হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের যন্ত্রাংশ ক্রয়, ল্যাট্রিন ও নলকূপ স্থাপন, বিভিন্ন বিদ্যালয়ের আসবাবপত্র সরবরাহ, কালভার্ট, ইউড্রেন নির্মাণ, সৌর চালিত সেচপাম্প স্থাপন, বন্ধু চুলা স্থাপন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যন্ত্রাংশ ক্রয়সহ ১৫টি প্রকল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি সচিবের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ