Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের উপর নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র কিছুদিন পরপরই অর্থনৈতিক নিষেদ্ধাজ্ঞা জারি করে ইরানের উপর। তবে এবার নিজেদের মাটিতে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনের নিষেধাজ্ঞা পেলো ইরান। ইরান ফুটবল ফেডারেশনের তাদের এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পরশু এক চিঠির মাধ্যমে ইরানের উপর এই নিষেধাজ্ঞা জারি করে। ফলে এখন থেকে ইরানকে সব ম্যাচ খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। ধারণা করা হচ্ছে গত ৮ জানুয়ারিতে ইউক্রেনের একটি বিমান ভুলবশত ভ‚পাতিত করার কারণে এমন নিষেধাজ্ঞার মুখ দেখলো ইরান। বিমান ভ‚পাতিত করায় মৃত্যু হয় ১৭৬ জন যাত্রীর। যাদের বেশিরভাগই ইরান এবং কানাডার নাগরিক। এছাড়াও সেখানে ছিলেন ইউক্রেন, ব্রিটেন, জার্মানি ও আফগানিস্তানের নাগরিকও। তবে কেনো জারি হলো এই নিষেধাজ্ঞা সেটি স্পষ্ট করেনি এএফসি। অপরদিকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরানও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ