পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
চট্টগ্রাম মহানগরের অন্যতম জনবহুল এলাকা বাকলিয়া থানার মিয়া খান বাদামতলী মোড়। বাদামতলী মোড় থেকে উত্তর-দক্ষিণ এবং পূর্ব দিকে রাস্তা বিদ্যমান। মোড়ের তিন পাশেই স্কুল, মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও একাধিক মার্কেট রয়েছে। এই মোড় দিয়ে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বহু মানুষের চলাচল। এমন একটি গুরুত্বপূর্ণ মোড়ে জনসাধারণ ও গাড়ি চলাচলের জায়গা দখল করে অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এটি সিটি করপোরেশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান না হলেও সেখানে করপোরেশনের গাড়িতে করে ওই এলাকার সব ময়লা ফেলা হচ্ছে। এতে ওই মোড় দিয়ে চলাচলকারীদের অনেক কষ্ট হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্যহানি ঘটতে পারে। ওই ময়লার স্তূপের কারণে মোড়টিতে সবসময় যানজট লেগে থাকছে। অনিয়ন্ত্রিত ময়লার স্তূপটির কারণে এলাকাবাসী ও পথচারীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বাদামতলী মোড়ে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নিতে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জুবায়ের আহমেদ
বাকলিয়া, চট্টগ্রাম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।