Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সাভারে অস্ত্র-গুলি মাদকসহ ৭ কারবারী গ্রেফতার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ৫:১৯ পিএম

ঢাকার সাভারে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, মাদকসহ ৭জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।
শনিবার সকালে সাভারের আমিনবাজারের মমতাজ ফিলিং স্টেশনের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ নাসিরুল ইসলাম (৩৬), মোঃ শরীফুল ইসলাম (৩৭), আব্দুল কাইয়ুম (৩৩), মোঃ সাইরন আলী (৩৮), মোঃ সাহাবুর ইসলাম (২২), মোঃ আবু সায়েম (৩২) ও মোঃ শামীম রেজা (২২)। তারা সকলেই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তারা অস্ত্রধারী মাদক কারবারী।
র‌্যাব তাদের হেফাজত থেকে এক হাজার ৫৬২ বোতল ফেন্সিডিল, একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান সুটার গান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন, মাদক বিক্রিত নগদ আট হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে। জব্দ করেছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র-গুলি ও মাদক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা অস্ত্রধারী মাদক কারবারী। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আমিন বাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা কারবারীদের নিকট বিক্রয় করতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ